ময়মনসিংহে বিদ্যুৎ উপকেন্দ্রে আবারও অগ্নিকাণ্ড

ময়মনসিংহ শহরের কেওয়াটখালীতে ১৩২/৩৩ কেভির বিদ্যুৎ উপকেন্দ্রে আবারও আগুন লেগেছে। এতে পুড়ে গেছে একটি ট্রান্সফরমার। এ নিয়ে দুটি ট্রান্সফরমার পুড়ে গেল। আজ বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে এ আগুন লাগে।
আজকের অগ্নিকাণ্ডে প্রাথমিকভাবে ময়মনসিংহ বিভাগের চার জেলায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আজকের অগ্নিকাণ্ডের ফলে ট্রান্সফরমার ছাড়াও লুব ও পিজিসির কন্ট্রোলরুমের সুইচ ক্ষতিগ্রস্ত হয়েছে।
এর আগে গত মঙ্গলবার একই কেন্দ্রে অগ্নিকাণ্ড ঘটে। এ কারণে ২০ ঘণ্টা বিলম্বে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়। ওই ঘটনায় জেলা প্রশাসনের উদ্যোগে গঠিত পাঁচ সদস্যর তদন্ত কমিটি কাজ শুরু করেছে। এ ছাড়া পিজিসিও আলাদা কমিটি গঠন করেছে।

আজকের অগ্নিকাণ্ডের ঘটনায়ও তদন্ত কমিটি হবে বলে জানিয়েছেন পিজিসির সহকারী প্রকৌশলী এ কে এম তাজুল ইসলাম।
উপকেন্দ্রটিতে বারবার আগুনের ঘটনায় কারো গাফিলতি বা কারিগরি ত্রুটি আছে কি না- জানতে চাইলে এ কে এম তাজুল ইসলাম বলেন, ‘মঙ্গলবারের ঘটনায় জেলা প্রশাসন ও পিজিসি আলাদা দুটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটির রিপোর্ট পাওয়ার আগে কিছু বলা যাচ্ছে না। আজকের ঘটনায় আমরা চেষ্টা করছি দ্রুত গ্রাহকের কাছে বিদ্যুৎ পৌঁছানোর জন্য। আজকের ঘটনার জন্যও তদন্ত কমিটি হবে।’
এদিকে জেলা প্রশাসনের উদ্যোগে গঠিত পাঁচ সদস্যের তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাহাঙ্গীর আলম আজ দুপুরে এনটিভি অনলাইনকে বলেন, মঙ্গলবার কেওয়াটখালী ১৩২/৩৩ বিদ্যুৎ উপকেন্দ্রে আগুনের ঘটনা তদন্ত করতে বুধবার তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। যথা সময়ে তদন্ত প্রতিবেদন দিতে পারবেন বলে আশা করছেন।