ময়মনসিংহে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই কিশোর নিহত

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানা এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই কিশোর নিহত হয়েছে। এ সময় আহত হয় এক যুবক। আজ সোমবার দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো মো. অনিক (১৬) ও রিয়াদ (১৫)। আহত যুবকের নাম আশিক (১৮)। হতাহতদের বাড়ি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার গান্ধারচর এলাকায়।
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শানিয়াজ্জামান এ খবর নিশ্চিত করে জানান, হতাহতরা গোষ্ঠীগত ভাই। তারা একসঙ্গে নানির বাড়ি বেড়াতে এসেছিল। যাওয়ার পথে উপজেলার টাংগাবো এলাকায় রাস্তার বাঁকে মোড় নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই অনিক ও রিয়াদ নিহত হয়। আহত হন আশিক নামের আরো এক যুবক।
আহত আশিককে উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।