ময়মনসিংহে সংবাদপত্রের কালো দিবসে জেইউএম এর আলোচনা সভা

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের (জেইউএম) উদ্যোগে সংবাদপত্রের কালো দিবস পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার সি কে ঘোষ রোডে ইউনিয়ন কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেইউএমের সভাপতি এম আইয়ুব আলীর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন সহসভাপতি সুপ্রিয় ধর বাচ্চু, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, যুগ্ম সম্পাদক আমানউল্লাহ আকন্দ জাহাঙ্গীর, সাবেক সাংগঠনিক সম্পাদক মতিউল আলম, সিরাজুল ইসলাম (জনতা), সাজ্জাতুল ইসলাম (নয়া দিগন্ত), সাইফুল ইসলাম তালুকদার (জনবাণী), আব্দুস সাত্তার (দিনকাল), আব্দুল কাইয়ুম (ময়মনসিংহ লাইভ), রাসেল হোসেন, মাসুদ রানা প্রমুখ।
এ সময় বক্তারা দিগন্ত টিভি, আমার দেশসহ বন্ধ মিডিয়াগুলো খুলে দেওয়ার এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলসহ সাংবাদিকদের নিয়ন্ত্রণমূলক কোনো আইন না করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।