ময়মনসিংহে ৪ দিনব্যাপী পাটজাত পণ্যমেলার উদ্বোধন
ময়মনসিংহে শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্কে শুরু হয়েছে চার দিনব্যাপী বহুমুখী পাটজাত পণ্য মেলা। আজ বৃহস্পতিবার (৮ মে) বিকেলে বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন। এরপর অতিথিরা মেলার স্টলগুলো পরিদর্শন করেন।
জেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় পাট অধিদপ্তর ও বস্ত্র ও পাট মন্ত্রণালয় এই মেলা, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানমালার আয়োজন করেছে।
পাটজাত পণ্যমেলা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জিনাত আরা।
পাটজাত পণ্যমেলা উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো মুফিদুল আলম।
এ মেলায় নারী উদ্যোক্তাদের পাটজাত পণ্যের ৫২টি স্টল বসেছে। স্টলগুলো বাহারি রঙের স্টুডেন্ট ব্যাগ, টেবিল ল্যাম্প, বিভিন্ন শোপিচসহ বিভিন্ন পাটজাত পণ্যে ঠাসা।
প্রধান বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ বলেন, পলিথিন জাতীয় পণ্য পরিহারে জনগণকে সচেতন করার জন্যই পাটজাত পণ্যের এই মেলার আয়োজন। দেশে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করা হযেছে এবং দোকানে দোকানে পাটের ব্যাগ দেওয়া হয়েছে। পাটের ব্যাগ পরিবেশবান্ধব। এটার প্রচলন হলে কেউ আর পলিথিনের ব্যাগ ব্যবহার করবে না। এই মেলা পাটজাত পণ্যের বহুমুখী ব্যবহারে জনগণকে উৎসাহিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।