ময়মনসিংহে সহস্রাধিক দুস্থ ও অসহায় গ্রামবাসীর মধ্যে ত্রাণ বিতরণ

ময়মনসিংহে করোনা দুর্যোগের কারণে ঘরে থাকা কর্মহীন গ্রামবাসীর মধ্যে চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেছে বিএনপি। আজ শনিবার সকালে মুক্তাগাছা উপজেলার কান্দিগাও নজরুল ইসলাম হাইস্কুল মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে দুস্থ ও অসহায় সহস্রাধিক নারী-পুরুষের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক ও মুক্তাগাছা উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন বাবলু।
এর আগে গত সাত দিনে আরো এক হাজার অনাহারী পরিবারের মধ্যে চাল, ডালসহ খাদ্যসামগ্রীসহ বিতরণ করেছেন জাকির হোসেন। রমজানের মাসজুড়ে ধারাবাহিকভাবে আরো আট সহস্রাধিকসহ দশ সহস্রাধিক অনাহারী পরিবারের মধ্যে তাঁর এই সহায়তা অব্যাহত থাকবে বলেও জানান বিএনপির এই নেতা। পাশাপাশি করোনার দুর্যোগময় সময়ে তিনি মানুষকে বিনা কারণে ঘর থেকে বের না হতে আহ্বান জানিয়েছেন।