ময়মনসিংহে স্বাস্থ্যবিধি না মানায় তিন দিনে পৌনে দুই লাখ টাকা জরিমানা

ময়মনিসংহ জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত তিন দিনে স্বাস্থ্যবিধি না মানায় ২২৪টি মামলা করে এক লাখ ৭৫ হাজার ৬৯০ টাকা জরিমানা আদায় করেছেন।
এদিকে ময়মনসিংহে সর্বাত্মক লকডাউনে বন্ধ রয়েছে বেশির ভাগ দোকানপাট, হোটেল, রেস্তোরাঁ। মাসকান্দা কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো বাস চলাচল করেনি। শহরের প্রধান প্রধান সড়কের মোড়ে মোড়ে পুলিশ। যানবাহন চলচলে বাধা দিয়ে মানুষের চলাচলও সীমিত করার চেষ্টা করছে তারা।
অন্য দিনের চেয়ে আজ মঙ্গলবার বেশি ব্যক্তিগত যানবাহন চলাচল করতে দেখা গেছে। পাশাপাশি ব্যাটারিচালিত অটোর দাপট শহরজুড়ে। শহরের অলিগলির রাস্তা ঠাসা ছিল ছোট ছোট বাহনে। কিছু দোকানপাটও খোলা দেখা গেছে।
জেলা প্রশাসনের উদ্যোগে প্রতিদিন প্রত্যেক উপজেলায় একটি এবং জেলা সদরে আটটিসহ মোট ২১টি ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম চলছে। এ ছাড়া ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) চারটি ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমও অব্যাহত আছে।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদি হাসান জানান, স্বাস্থ্যবিধি না মানায় এ জরিমানা আদায় করা হয়েছে।