ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে আরও ছয়জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জন মারা গেছে। তাদের মধ্যে দুজন করোনায় এবং চারজন করোনার উপসর্গ নিয়ে মারা গেছে।
আজ রোববার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে।
ময়মনসিংহে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৯ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। আইসিইউতে চিকিৎসাধীন সাতজনসহ মোট ১৪০ জন রোগী হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি আছে।
করোনায় মৃত ব্যক্তিরা হলেন ময়মনসিংহের ফুলপুর উপজেলার আবদুল বারেক (৬৮) ও শেরপুরের ঝিনাইগাতি উপজেলার মো. সোলায়মান (৭৩)। উপসর্গ নিয়ে মৃত চারজন হলেন ময়মনসিংহ সদরের পূর্ণিমা (৫০), ভালুকার আমেনা (৮০), মেহেরুননেসা (৭৫) ও ফুলপুরের তোফাজ্জল (৭০)।
ময়মনসিংহ জেলায় ২৪ ঘণ্টায় ২২২টি নমুনা পরীক্ষা করে ২৯ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপার্সন ডা. মহি উদ্দিন খান ও জেলা স্বাস্থ্য বিভাগ আজ সকালে এই খবর নিশ্চিত করেছে।