ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে আরও ৭ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় সাত জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুজন করোনা পজিটিভ ছিলেন। অপর পাঁচ জন করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ছাড়া জেলায় গত ২৪ ঘণ্টায় ৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
মমেক হাসপাতালের মেডিসিন ইউনিটের কনসালটেন্ট ও করোনা ইউনিটের মুখপাত্র ডা. মো. মহিউদ্দিন খান এসব তথ্য জানিয়েছেন।
ডা. মহিউদ্দিন খান জানান, করোনা ইউনিটে মোট সাত জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে করোনায় মারা যাওয়া ব্যক্তিরা হলেন ময়মনসিংহ সদরের হালিমা খাতুন (৩৫) ও নেত্রকোনার হোসনে আরা (৬২)।
এ ছাড়া করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তিরা হলেন ময়মনসিংহের গফরগাঁওয়ের শামসুন্নাহার (৮৫), গৌরীপুরের সাত্তার খান (৫৫), নূর হোসেন (৫৫), জামালপুরের ইসলামপুরের করিমন (৫২) ও নেত্রকোনা দুর্গাপুরের জয়নব বানু (৭০)।
ডা. মহিউদ্দিন খান আরও জানান, হাসপাতালের করোনা ইউনিটে বর্তমানে মোট ১৭৫ জন রোগী ভর্তি রয়েছে। এর মধ্যে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি রয়েছে ১২ জন।
এদিকে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, জেলায় গত ২৪ ঘণ্টায় ৫৪৫টি নমুনা পরীক্ষায় ৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে।