যশোরে কোটি টাকার স্বর্ণসহ পাচারকারী আটক

স্বর্ণের বারসহ মনিরুজ্জামানকে আটক করেছে বিজিবি। ছবি : সংগৃহীত
যশোর-সাতক্ষীরা সড়কের নাভারণ মোড়ে একটি বাস থেকে ১০টি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। উদ্ধার হওয়া স্বর্ণের ওজন এক কেজি ১৭৯ গ্রাম। যার মূল্য এক কোটি এক লাখ ৩৯ হাজার ৪০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহা ছিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ রোববার ভোর সাড়ে চারটার দিকে নাভারণ মোড়ে সাতক্ষীরা লাইন নামের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করা হয়। এসময় গাড়িতে থাকা মনিরুজ্জামান নামের এক ব্যক্তির কাছ থেকে ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
মনিরুজ্জামান যশোরের শার্শা উপজেলার নামাজ গ্রামের বাসিন্দা। উদ্ধার হওয়া স্বর্ণ ও আটক মনিরুজ্জামানের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান বিজিবি অধিনায়ক।