রাজশাহীতে বন্ধুর ছুরিকাঘাতে আনসার সদস্য নিহত

রাজশাহী মহানগরীতে বন্ধুর ছুরিকাঘাতে মিজানুর রহমান মিজান (৩৬) নামের এক আনসার সদস্য নিহত হয়েছেন। আজ শনিবার রাত ৮টার দিকে নগরীর হেতেমখাঁ এলাকায় ওয়াসার ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের ভেতর আনসারদের কোয়ার্টারের সামনে এ ঘটনা ঘটে।
নিহত মিজানুর রহমান মিজান নগরীর হেতেমখাঁ সবজিপাড়া মহল্লার মোহাম্মদ মন্টুর ছেলে। তিনি আনসার বাহিনীর হ্যান্ডবল দলের খেলোয়াড় ছিলেন। বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসে তিনি আনসার বাহিনীর হ্যান্ডবল দলে ছিলেন। খেলা শেষে ছুটিতে বাড়ি এসে হত্যাকাণ্ডের শিকার হলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ওয়াসার ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের পাশে রেজা নামের এক ব্যক্তির দোকান রয়েছে। লকডাউন চলার কারণে মিজান ওই দোকানীকে লাইট বন্ধ করে ব্যবসা করতে বলেন। কিন্তু কেন লাইট বন্ধ করতে হবে এই প্রশ্ন তুলে মিজানের সঙ্গে কথা কাটাকাটি হয় তাঁর বন্ধু মাধবের। এ সময় তাদের দুজনের হাতাহাতির ঘটনা ঘটে। এরপর মিজান আনসারদের কোয়ার্টারের সামনে সেখানকার সদস্যদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন। কিছুক্ষণ পর মাধব সেখানে গিয়ে মিজানকে আচমকা ছুরিকাঘাত করে পালিয়ে যান। গুরুতর আগত মিজানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মিজানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকার লোকজন মাধবকে গ্রেপ্তারের দাবিতে রাস্তায় আগুন দিয়ে বিক্ষোভ শুরু করে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।