লোহাগাড়ায় সাড়ে নয় হাজার ইয়াবা উদ্ধার
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/06/24/s-ctg-yaba-pic.jpg)
দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে সাড়ে নয় হাজার ইয়াবাসহ তিনজনকে আটক করেছে। একইসঙ্গে ইয়াবা পাচারে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গতকাল বুধবার রাত আনুমানিক ৮টার সময় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে অভিযান চালিয়ে আড়াই হাজার ইয়াবা উদ্ধার হয়। এসব ইয়াবাসহ টেকনাফ উপজেলার কচ্ছবনিয়া এলাকার খোরশেদ আলমকে (২০) আটক করা হয়।
একই এলাকায় বুধবার দিবাগত রাত ২টার সময় একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে সাত হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় ইয়াবা পাচারের অভিযোগে ধামরাই থানার মিজানুর রহমান (২৯) ও মানিকগঞ্জ থানার কাটিয়ে গ্রাম এলাকার বাসিন্দা মোহাম্মদ হানিফকে (৩২) আটক করা হয়।