শহীদ মিনারে জুতা পায়ে নাচ-গান : ইউপি সদস্যকে আটকের নির্দেশ

বাগেরহাটের মোংলায় শহীদ মিনারে জুতা পায়ে নাচ-গানের আয়োজনকারী স্কুল কমিটির সভাপতি ও স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. মতিউর রহমান মোড়লকে আটক করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাহাত মান্নান আজ সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।
ইউএনও বলেন, ‘এ ঘটনায় দোষী চাঁদপাই ইউপির ১ নম্বর ওয়ার্ডের সদস্য মতিউর রহমান মোড়লকে অপসারণও করা হবে। ভাষার মাসে শহীদ মিনার অবমাননাকারীর বিরুদ্ধে ইতোমধ্যে বাগেরহাট জেলা প্রশাসকের (ডিসি) পক্ষ থেকেও তাঁকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। এ ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না।’
উপজেলার চাঁদপাই ইউনিয়নের উত্তর চাঁদপাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয় গতকাল রোববার। অনুষ্ঠানে শহীদ মিনারের ওপরে জুতা পায়ে দিয়ে গান ও নৃত্য পরিবেশন করা হয়। আর এ খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। এরপর আজ সকালে তদন্ত কমিটি করা হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুমন্ত কুমার পোদ্দারকে প্রধান করে এ কমিটি করা হয়। আগামী তিন কার্যদিবসের মধ্যে এ কমিটির তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান ইউএনও মো. রাহাত মান্নান।
শহীদ মিনারে জুতা পায়ে নাচ-গানের ঘটনায় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুমন্ত কুমার পোদ্দার উদ্বেগ জানিয়ে বলেন, ‘স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের বিষয়টি আমি এবং আমাদের ইউএনও মহোদয় কেউই জানি না। আমাদের জানানো হয়নি। এ ঘটনায় উত্তর চাঁদপাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মেরি রানী দাস ও স্কুল কমিটির সভাপতি মো. মতিউর রহমান মোড়লের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’
এদিকে উত্তর চাঁদপাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মেরি রানী দাস বলেন, ‘আমাকে না জানিয়েই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের নামে রাতের বেলায় শহীদ মিনারে জুতা নিয়ে নাচ-গানের অনুষ্ঠান হয়। স্কুলের ম্যানেজিং কমিটির (পরিচালনা পর্ষদ) সভাপতি ও ইউনিয়ন পরিষদের সদস্য মো. মতিউর রহমান মোড়ল তাঁর একক সিদ্ধান্তেই এ অনুষ্ঠান করেছেন। এ ব্যাপারে আমি কিছুই জানি না।’

শহীদ মিনারে জুতা পায়ে গান-বাজনা ও নৃত্য পরিবেশনের বিষয়ে জানতে চাইলে ইউপি সদস্য মতিউর রহমান মোড়ল বলেন, ‘অনুষ্ঠান চলবে, আপনারা যা পারেন তাই করেন।’
অনুষ্ঠানের খবর পেয়ে ইউএনও মো. রাহাত মান্নানের নির্দেশে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার চৌধুরী তাৎক্ষণিকভাবে রাতে ওই অনুষ্ঠান বন্ধ করে দেন।
ওসি বলেন, শহীদ মিনারে জুতা পায়ে নাচ-গান পরিবেশনের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। এ ঘটনায় বিক্ষুদ্ধ এলাকাবাসীর যে কেউ কোনো অভিযোগ কিংবা মামলা দিলে তা গ্রহণ করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে এ ঘটনায় এলাকাবাসীসহ সামাজিক অঙ্গনে ব্যাপক বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।