শার্শায় নির্বাচনি সহিংসতায় তিনজনকে কুপিয়ে আহত
যশোরের শার্শা উপজেলার ডিহি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতায় ঘটনায় তিনজনকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার শালকোনা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পাশে এ ঘটনা ঘটে।
অভিযোগ রয়েছে, ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী তরিকুল ইসলাম তোতা ও তার সমর্থকরা প্রতিপক্ষ শহিদুল ইসলামের তিন সমর্থকের ওপর এ হামলা চালায়। তরিকুল ইসলাম তোতা ওই ওয়ার্ডের বর্তমান মেম্বর ও তালা মার্কার পদপ্রার্থী। এ ছাড়া শহিদুল ইসলামে মোরগ মার্কার পদপ্রার্থী।
স্থানীয়রা অভিযোগ করেন, আজ সকালে তোতাসহ তার সমর্থক আশানুর সরদারসহ কয়েকজন রামদা, চাইনিজ কুড়াল, শাবল নিয়ে মোরগ মার্কার লোকজনের ওপর চড়াও হয়। তারা কুপিয়ে ও পিটিয়ে ফারুক, মিজান ও রাসেলকে গুরুতর আহত করে। আহতদের প্রত্যেকের বয়স ২০ থেকে ২২ বছরের মধ্যে।
সহিংসতার খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসনা শারমিন মিথিসহ পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হামলাকারীদের ধাওয়া দেয়। পরে পুলিশের সহযোগিতায় আহতদের শার্শার বুরুজবাগান স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
এ বিষয়ে শালকোনা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. ফারুক হোসেন জানান, কেন্দ্রের বাইরে কিছু বিচ্ছিন্ন ঘটনার খরব এসেছে। তবে এতে ভোটগ্রহণে কোনো রকম ব্যাঘাত ঘটেনি। সকাল থেকে যথারীতি ভোট চলেছে।