সম্মেলনের মধ্য দিয়ে আ.লীগ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে : শাজাহান খান
আওয়ামী লীগ জাতীয় সম্মেলনের মধ্য দিয়েই আগামী সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন সাবেক নৌমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীয় সদস্য শাজাহান খান।
আজ শুক্রবার সন্ধ্যায় মাদারীপুর আহমাদিয়া কামিল মাদ্রাসার নবনির্মিত চারতলা একাডেমিক ভবন উদ্বোধন শেষে শাজাহান খান সাংবাদিকদের এ তথ্য জানান।
শাজাহান খান বলেন, ‘আগামী ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের জাতীয় সম্মেলন। এই সম্মেলনকে সফল করতে ইতোমধ্যেই উদযাপন কমিটি করা হয়েছে। তারা সম্মেলনকে মহামিলন মেলায় পরিণিত করতে কাজ করছে।’
শাজাহান খান আরও বলেন, ‘এ সম্মেলনের মধ্য দিয়েই আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। আগামীতে বাংলাদেশের জনগণ আওয়ামী লীগকে নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করবেই।’
সাবেক এ মন্ত্রী এ সময় রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে আন্তর্জাতিকভাবে দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে সাময়িক দেশের জনগণের অসুবিধায় কথা জানিয়ে বলেন, ‘প্রধানমন্ত্রী সবাইকে কৃষিতে মনযোগী হতে হবে। এতে খাদ্য ঘাটতি কমে আসবে। এ দেশে কোনো দুর্ভিক্ষ হবে না।’
শাজাহান খান বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের ভাগ্য উন্নয়নে সারাক্ষণ ভাবেন। তিনি দেশের মানুষের জন্য মঙ্গলজনক। তাই তাকে আগামীতেও মানুষ ভোট দিয়ে সম্মান জানাবে।’
মাদারীপুর আহমাদিয়া কামিল মাদ্রাসার ‘শাহ্ সুফি নূর-মোহাম্মদ’ ভবনটি নির্মাণে প্রায় তিন কোটি টাকা ব্যয় হয়। উদ্বোধন শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাদারীপুর আহমাদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. শাহাদাত হোসাইন।
বিশেষ অতিথির বক্তব্য দেন সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ওবায়দুর রহমান খান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. তানভীর ইসলাম, মাদারীপুর চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি হাফিজুর রহমান, মাদ্রাসার দাতা সদস্য ও মৈত্রী মিডিয়া সেন্টারের সাধারণ সম্পাদক এম এম আরাফাত হাসান, ঠিকাদার খলিলুর রহমান দর্জি প্রমুখ।