সাতকানিয়ায় দোকান কর্মচারীকে হত্যায় দুইজন গ্রেপ্তার

দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় দোকান কর্মচারী আব্দুল গনি প্রকাশ রকিকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বালারপাড়ার মো. সোহেল (২১) ও একই এলাকার শফিকুল আলম (২২)।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গত বৃহস্পতিবার দিনগত রাতে সদর ইউনিয়নের নির্মিতব্য রেললাইনের ওপর সন্ত্রাসীরা রকি নামের এক দোকান কর্মচারীকে ছুরিকাঘাতে হত্যা করে। ক্লুলেস এ হত্যাকাণ্ডের পর পুলিশ ব্যাপক অনুসন্ধান চালিয়ে সোহেল নামের এক যুবক জড়িত থাকার তথ্য উদঘাটন করে।
পরে মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. মকবুল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে সাতকানিয়া সদর ইউনিয়নের অভিযান চালিয়ে সোহেলকে গ্রেপ্তার করে। পরে ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে হত্যাকাণ্ডে জড়িত থাকার পাশাপাশি তার সঙ্গে শফিকুল আলম নামের অপর যুবক জড়িত ছিলেন বলে জানান। পরবর্তীতে শফিকুল আলমকেও গ্রেপ্তার করা হয়।
ওসি আনোয়ার হোসেন বলেন, ‘দোকান কর্মচারী আব্দুল গনি ওরফে রকি হত্যাকাণ্ডে আর কেউ জড়িত আছে কিনা এবং এ হত্যার মূল কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে।’