সাম্প্রদায়িক উসকানি : পল্লবীর ভিডিওটি প্রথম ‘আপলোডকারী’ গ্রেপ্তার
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/10/24/ctg-rab-arrest-rimon-shil.jpg)
রাজধানী পল্লবীর ‘সাহিনুদ্দীন’ হত্যাকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে নোয়াখালীর ‘যতন সাহা’ হত্যাকাণ্ড বলে প্রচার করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অভিযোগে চট্টগ্রামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ১১টায় চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি মোড় থেকে তাকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গ্রেপ্তার রিমন শীলের (২০) বাড়ি কর্ণফুলী উপজেলার ফকিনিরহাটের শাহী মিরপুর এলাকায়। বর্তমানে তিনি কোতোয়ালি থানার ফিরিঙ্গিবাজারের ইয়াকুবনগর থাকেন।
গত ১৬ মে রাজধানী পল্লবীতে ‘সাহিনুদ্দীন’ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের উদ্দেশে সেই নৃশংস ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে নোয়াখালীর ‘যতন সাহা’ হত্যাকাণ্ড বলে অপপ্রচার চালানো হয়। এমন অভিযোগ পাওয়ায় র্যাব-৭ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
র্যাব-৭ আজ রোববার জানায়, রিমনই প্রথম এই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করেন। পরে সেটি অনেকে শেয়ার করেন। তাকে এরই মধ্যে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।
একই ভিডিও শেয়ার ও সাম্প্রদায়িক উসকানি দেওয়ার কারণে রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষক রুমা সরকারকেও গ্রেপ্তার করা হয়েছে। রিমান্ড শেষে আজ তাকে কারাগারে পাঠানো হয়েছে।