সিদ্ধিরগঞ্জে হাত-পা বাঁধা নারীর মরদেহ উদ্ধার
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/01/25/shiddhirgoanj.jpg)
নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে মুক্তা বেগম নামে এক পোশাকশ্রমিকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘরের ভেতর থেকে হাত-পা বাঁধা অবস্থায় গতকাল সোমবার দিবাগত রাত ১২ টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে ওই নারীর স্বামী সোহাগ পলাতক রয়েছেন।
পুলিশ জানায়, নিহত নারী ব্রাহ্মণবাড়িয়া জেলার খড়মপুর গ্রামের খাঁ বাড়ির খোকন মিয়ার মেয়ে। স্বামীর সঙ্গে তিনি মিজমিজি এলাকার শহিদুল ইসলামের বাড়িতে ভাড়া থাকতেন। তাঁরা দুজনই পোশাককারখানার শ্রমিক।
সিদ্ধিরগঞ্জ থানা পরিদর্শক সাইফুল ইসলাম জানান, সোমবার রাতে নিহতের খালাকে সোহাগ মুঠোফোনে তাঁর স্ত্রী হত্যার কথা জানান। পরে মুক্তার চাচাকে বিষয়টি জানান তিনি (খালা)।
নিহতের চাচা পুলিশকে জানালে ঘটনাস্থলে গিয়ে ঘরের তালা ভেঙে মুক্তা বেগমের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।
পারিবারিক কলহের জেরে হাত-পা বেঁধে শ্বাসরোধে মুক্তাকে হত্যার পর তালাবদ্ধ করে স্বামী সোহাগ পালিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।