সিরাজগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভাইবোনের মৃত্যু
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/08/16/sirajgang-news.jpg)
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভাইবোনের মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে কামারখন্দ উপজেলায় এ ঘটনা ঘটে।
নিহত ভাইবোন হলো উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের চরদোগাছা গ্রামের মোখলেছুর রহমান মেয়ে মুন্নী খাতুন (১৬) ও ছেলে আবু তালহা (৬)।
কামারখন্দ থানার উপপরিদর্শক (এসআই) রমন কুমার জানান, ‘আজ বিকেলে চরদোগাছা গ্রামের মোখলেছুর রহমান ছেলে ও মেয়ে নিজ ঘরে মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন। পরে তাদের চিৎকারে পরিবারের লোকজন ছুটে এসে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে আসে। এ সময় জরুরি বিভাগের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফয়সাল আহমেদ জানান, বিদ্যুৎস্পৃষ্ট হওয়ায় মুন্নী খাতুন ও তাঁর ছোট ভাই আবু তালহাকে হাসপাতালে আনা হয়। তাদের শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করা হয়।