সিরাজগঞ্জে সেচের নালায় মিলল বৃদ্ধের লাশ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/08/13/sirajgonj-dadeboday-recovery-photo.jpg)
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় ধানক্ষেতের সেচের নালা থেকে মুক্তার কসাই নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার বেলতৈল এলাকার দক্ষিণপাড়া গ্রাম থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।
নিহত মুক্তার কসাই উপজেলার ছালাভরা কসাইপাড়া চারমাথা এলাকার মৃত আমির উদ্দিন কসাইয়ের ছেলে।
পুলিশ জানায়, আজ সকালে কিছু শ্রমিক জমিতে পাশে সেচের নালায় মুক্তার কসাইয়ের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করেন।
নিহতের স্ত্রী সাজেদা খাতুন জানান, গতকাল বৃহস্পতিবার বিকেলে ছাগল বিক্রির টাকা সঙ্গে নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর আর ফিরে আসেননি। মাঝেমাধ্যেই রাতে দেরিতে বাড়ি ফিরতেন তিনি। আজ সকালে খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে নিজ স্বামীর মৃতদেহ দেখতে পাই।
কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চানন্দ সরকার জানান, সেচের নালায় নিহতের মরদেহ তুলে ধুয়ে পরিষ্কার করা হয়েছে। প্রাথমিকভাবে তাঁর শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।