সিলেটে মোটরসাইকেলকে বাসের চাপা, দুজন নিহত

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি : এনটিভি
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সামনে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। উপজেলা পরিষদের সামনে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কে গতকাল সোমবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নের হাসামপুর গ্রামের সুদীপ দেব ও ছব্দলপুর গ্রামের মান্না মিয়া।
সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুল ইসলাম জানান, গতকাল সন্ধ্যায় দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সামনে সিলেট অভিমুখী একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক নিহত হন। এ ছাড়া মোটরসাইকেলে থাকা অপরজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ দুটি ওসমানী মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।