সিলেটে র্যাব-পুলিশের সঙ্গে পৃথক বন্দুকযুদ্ধে দুজন নিহত

সিলেটে র্যাব ও পুলিশের সঙ্গে পৃথক বন্দুকযুদ্ধে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিন পুলিশ ও এক র্যাব সদস্য। আটক করা হয়েছে পাঁচজনকে।
পুলিশ জানায়, গতকাল শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে বিশ্বনাথ-জগন্নাথপুর বাইপাস সড়কের মরমপুর-সুরিরখাল এলাকায় গাছ ফেলে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল অস্ত্রধারী একটি ডাকাত দল। এ সময় পুলিশের টহল দল সেখানে পৌঁছালে ডাকাতদল পুলিশকে লক্ষ্য করে গুলি করতে শুরু করে। এতে তিন পুলিশ সদস্য আহত হন।
খবর পেয়ে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেতৃত্বে একদল পুলিশ সেখানে পৌঁছালে উভয় দলের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়। পুলিশের প্রতিরোধের মুখে ডাকাতদল পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে একজনের লাশ উদ্ধার করা হয়।
অপরদিকে গোলাপগঞ্জ উপজেলার কদুপুর এলাকায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আলী হোসেন নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে।
র্যাবের দাবি, আলী হোসেন শীর্ষস্থানীয় সন্ত্রাসী। বন্দুকযুদ্ধে র্যাবের এক সদস্য গুলিবিদ্ধ হয়েছেন।
র্যাব ৯-এর পক্ষ থেকে জানানো হয়, শুক্রবার মধ্যরাতে একাধিক মামলার আসামি ও শীর্ষ সন্ত্রাসী আলী হোসেনকে গ্রেপ্তার করতে অভিযান চালালে সে তার দলবল নিয়ে গুলি ছুঁড়ে। এ সময় র্যাব পালটা গুলি চালালে আলী হোসেন নিহত হন।