সিলেটে ৭২ ঘণ্টার ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান ধর্মঘটের ডাক

সিলেটের জৈন্তাপুর উপজেলার সারিঘাটে বাঁশকল বসিয়ে রয়েলিটি আদায়ের প্রতিবাদে জেলায় ৭২ ঘণ্টার ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান ধর্মঘটের ডাক দিয়েছে মালিক-শ্রমিকরা। কাল রোববার সকাল ৬টা থেকে এই ধর্মঘট শুরু হবে।
আজ শনিবার বিকেলে সিলেটের দক্ষিণ সুরমায় জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে বাঁশকল উচ্ছেদ নিয়ে বিভাগের ট্রাক মালিক ও শ্রমিক সংগঠন আয়োজিত প্রতিবাদ সমাবেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সরকারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক ও বিভাগীয় সাধারণ সম্পাদক মো. সজিব আলী।
প্রধান বক্তা ছিলেন সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি গোলাম হাদী ছয়ফুল। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. গোলাম ফারুক, সিনিয়র সহসভাপতি মো. তোরাব আলী, হবিগঞ্জ ট্রাক শ্রমিক ইউনিয়নের সহসভাপতি মো. আবদাল মিয়া, প্রচার সম্পাদক মো. সুহেল খান, মৌলভীবাজার ট্রাক, ট্যাঙ্কলরি, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আজাদুর রহমান ওয়াদুদ, সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, সুনামগঞ্জ জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. নূর উদ্দিন।