সীতাকুণ্ডে বিস্ফোরণ : বাতাসে ছড়িয়েছে ঝাঁঝালো গন্ধ

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি কনটেইনার ডিপোতে আগুন ও ভয়াবহ বিস্ফোরণে বহু হতাহতের ঘটনা ঘটেছে। ছবি : সংগৃহীত
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকার বিএম কনটেইনার ডিপোতে আগুন ও ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় বাতাসে ঝাঁঝালো গন্ধ ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন একজন স্থানীয় গণমাধ্যমকর্মী। সংবাদমাধ্যম বিবিসি বাংলা এ তথ্য জানিয়েছে।
জানা গেছে, বিএম ডিপোতে আমদানি হয়ে আসা ও রপ্তানিমুখী প্রচুর মালবাহী কনটেইনার ছিল। এসব কনটেইনারের মধ্যে রাসায়নিক পদার্থও ছিল।
এদিকে, সীতাকুণ্ড ফায়ার স্টেশন থেকে জানানো হয়েছে—স্থানীয় ফায়ার সার্ভিসের দলনেতাসহ তিন জন কর্মী নিখোঁজ রয়েছেন।
শনিবার রাত ৯টার দিকে বিএম কনটেইনার ডিপোতে শুরুতে অগ্নিকাণ্ডের সূত্রপাত। পরে সেখানে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে।
ডিপোতে এখনও আগুন জ্বলছে। এ ছাড়া কিছুক্ষণ পরপর বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৮ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া গেছে।