সীমান্ত থেকে ২ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

রাজশাহীর বাঘা সীমান্তের হরিরামপুর এলাকা থেকে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। গতকাল শনিবার ভারতের মুর্শিদাবাদ জেলার জলংগী থানার দয়ারামপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের ধরে নিয়ে যায় বলে জানিয়েছেন বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
দুই বাংলাদেশি হলেন বাঘা উপজেলার মীরগঞ্জ ভানুকর গ্রামের এরাজুল ইসলাম (৫০) ও সুমন আলী (৩৫)। তাদের ফিরিয়ে আনতে চিঠি দিলেও আজ রোববার বিকেল পর্যন্ত বিজিবির আবেদনে সাড়া দেয়নি বিএসএফ।
আলাইপুর বিজিবি ক্যাম্প সূত্রে জানা যায়, গতকাল শনিবার সকাল ১১টার দিকে বাঘা উপজেলা সীমান্তের হরিরামপুর পদ্মা নদীর ২ নম্বর কলোনির পদ্মাচরের কাশবনে কাশ কাটতে যায় কয়েকজন বাংলাদেশি। এ সময় ভারতের মুর্শিদাবাদ জেলার জলংগী থানার দয়ারামপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা দুজনকে আটক করে নিয়ে যায়। শাহজাহান আলীসহ অপর পাঁচ বাংলাদেশি পালিয়ে চলে আসেন।
পালিয়ে আসা শাহজাহান আলী বলেন, ‘আমরা সাত বাংলাদেশি সীমান্তবর্তী পদ্মার চরে কাশ কাটতে গেলে বিএসএফ পেছন থেকে এসে দুজনকে আটক করে। এ সময় আমিসহ অপর পাঁচজন কৌশলে পালিয়ে আসি। এরপর বিষয়টি আমাদের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির আলাইপুর ক্যাম্প কমান্ডারকে জানাই।’
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় কাশবনের কাশ কাটতে গিয়ে ভুলবশত ভারতের সীমানায় অনুপ্রবেশ করে দুই বাংলাদেশি নাগরিক। গতকাল দুপুরে তাদের আটক করে বিএসএফ। পরে তাদের বিরুদ্ধে ভারতের জলংগি থানায় তাঁরা মামলা করেন।
আলাইপুর বিজিবি ক্যাম্পের ইনচার্জ সুবেদার আবু তালেব বলেন, ‘গতকাল বেলা ১১টার দিকে দুই বাংলাদেশিকে আটকের পর রাত ১০টা পর্যন্ত অফিসিয়ালি বিজিবিকে কিছুই জানায়নি বিএসএফ। পরে দুই বাংলাদেশির পরিবারের সদস্যরা বিজিবি ক্যাম্পে এসে অভিযোগ করেন। এরপর বিজিবি গোয়েন্দা মারফত জানতে পারে তাদের ভারতের জলংগি থানায় সোপর্দ করা হয়েছে। বিএসএফের উচিত ছিল বিষয়টি আমাদের জানানোর।’
সুবেদার আবু তালেব বলেন, ‘বন্ধুত্বের সম্পর্ক বজায় রাখার লক্ষ্যে বিএসএফের হাতে আটক দুই বাংলাদেশিকে ফিরিয়ে আনতে চিঠি দিয়ে আমন্ত্রণ জানানো হয়েছিল। বৈঠকে বসার সম্মতিও দিয়েছিল তারা। তবে বিকেল ৪টা পর্যন্ত অপেক্ষা করেও তাদের কোনো সাড়া মেলেনি। এর পরও আমরা বিএসএফের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।’