সুনামগঞ্জে চলন্ত বাসে কিশোরীকে ‘ধর্ষণচেষ্টা’, রক্ষা পেতে লাফিয়ে আহত
সুনামগঞ্জের দিরাই উপজেলায় চলন্ত বাসে এক কলেজছাত্রীকে (১৭) ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে চালক ও তাঁর সহকারীর বিরুদ্ধে। দিরাই পৌরসভার সুজানগর গ্রামের পাশে গতকাল শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ সময় রক্ষা পেতে ওই কিশোরী বাস থেকে লাফিয়ে রাস্তার পাশে পড়ে গেলে স্থানীয়রা আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে।
আহত ওই কিশোরী দিরাই পৌর শহরের বাসিন্দা। সে স্থানীয় একটি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।
ওই কিশোরীর চাচা জানান, সিলেটের লামাকাজী এলাকায় আত্মীয়ের বাড়ি থেকে সুনামগঞ্জের দিরাই পৌর শহরে নিজ বাড়িতে যাওয়ার জন্য ওই কিশোরী গতকাল দুপুরে দিরাইগামী একটি বাসে ওঠে। বাসটি দিরাই পৌরসভার সুজানগর গ্রামের পাশে পৌঁছানো পর্যন্ত ওই কিশোরী ছাড়া ধীরে ধীরে সব যাত্রী নেমে যান। এ সময় বাসের চালক ও তাঁর সহকারী মিলে কিশোরীকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা চালান। সেসময় নিজেকে রক্ষা করতে বাস থেকে লাফ দিয়ে সড়কে পড়ে যায় ওই কিশোরী। পরে গ্রামবাসী আহত অবস্থায় কিশোরীকে উদ্ধার করে দিরাই হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
এদিকে এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা থানা পয়েন্টে সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হয়।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, বাসে কিশোরীকে একা পেয়ে চালক ও তাঁর সহকারী এ কাজ করেছে। এরই মধ্যে বাসটি জব্দ করা হয়েছে। চালক ও তাঁর সহকারীকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।