ঝালকাঠিতে শিশুকে ধর্ষণচেষ্টা, কিশোর গ্রেপ্তার
ঝালকাঠির রাজাপুরে সাড়ে তিন বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার দুপুরে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের বদনিকাঠি গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ রাতেই নিজবাড়ি থেকে অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করেছে।
শিশুটির মা রাতেই বাদী হয়ে ওই কিশোরকে একমাত্র আসামি করে রাজাপুর থানায় মামলা করেছেন।
পুলিশ জানায়, গতকাল দুপুরের দিকে শিশুটি প্রতিবেশী ওই কিশোরের বাড়িতে তার ছোট বোনের সঙ্গে খেলতে যায়। এ সময় কৌশলে শিশুটিকে ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এতে শিশুটি আহত হয়ে চিৎকার দিয়ে কান্নাকাটি শুরু করলে ওই কিশোর শিশুটিকে ছেড়ে দেয়। পরে শিশুটি আহত অবস্থায় বাড়ি ফিরে তাঁর মাকে বিষয়টি জানায়।
শিশুটিকে তাঁর মা রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
রাজাপুর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল হালিম তালুকদার বলেন, ‘শিশুটির মা মামলা করার পরে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।’