সুবর্ণচরে ২ দিনের ব্যবধানে দুটি লাশ উদ্ধার, জনমনে আতঙ্ক

নোয়াখালীর সুবর্ণচরের চরক্লার্ক ইউনিয়ন থেকে আজ বুধবার সকালে অজ্ঞাতপরিচয় (৪৫) এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। সকালে এলাকাবাসী রাস্তার পাশে লাশটি পড়ে থাকতে দেখে পুরিশে খবর দিলে তারা লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠিয়েছে পুলিশ।
প্রাথমিক তদন্তে পুলিশ বলছে, লাশের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, রাতে কে বা কারা হত্যা করে লাশটি ফেলে চলে যায়। একদিন আগে একই উপজেলায় রাস্তার পাশ থেকে কোহিনূর আক্তার নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছিল পুলিশ। এভাবে লাশ পড়ে থাকার ঘটনায় উদ্বিগ্ন এলাকাবাসী। তাঁরা আতঙ্কে দিন কাটাচ্ছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) ইব্রাহিম খলিল জানান, চরক্লার্ক ইউনিয়নের নোয়াপাড়া রাস্তার মাথায় পড়ে থাকা লাশটির মাথা ও মুখ থেঁতলানো ছিল। ধারণা করা হচ্ছে, রাতের কোনো একসময়ে হত্যা করে লাশটি সেখানে ফেলে চলে যায় দুর্বৃত্তরা। তবে তিনি আরো জানান, রাতের কোনো একসময় গাড়ির সঙ্গে ধাক্কা লেগে আহত হয়ে মারা গিয়ে থাকতে পারেন ওই নারী। পূর্ণাঙ্গ ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে নিহতের মৃত্যুরহস্য উদঘাটন হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।