সেনাবাহিনী আধুনিকায়নের পথে হাঁটছে : সেনাপ্রধান
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, ‘বাংলাদেশ সেনাবাহিনীর সক্ষমতা বাড়াতে যুগোপযোগী প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে এবং অত্যাধুনিক যুদ্ধাস্ত্র সংগ্রহ করা হচ্ছে। এ ছাড়া বিগত কয়েক বছরে বাংলাদেশ সেনাবাহিনীর অভূতপূর্ব উন্নয়ন ও আধুনিকায়ন সাধিত হয়েছে। সেনাবাহিনী বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আধুনিকায়নের পথে হাঁটছে।’
আজ সোমবার সকালে চট্টগ্রামের হালিশহর আর্টিলারি সেন্টার ও স্কুল প্যারেড গ্রাউন্ডে অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সেনাপ্রধান। অনুষ্ঠানে রেজিমেন্ট অব আর্টিলারির নবম কর্নেল অব দি রেজিমেন্ট হিসেবে সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে র্যাংক ব্যাজ পরানো হয়। এর আগে মনোজ্ঞ কুচকাওয়াজের মাধ্যমে পূর্ণ সামরিক রীতিতে কর্নেল অব দি রেজিমেন্টের দায়িত্ব গ্রহণ করেন। এ সময় সেনাবাহিনীর এরিয়া কমান্ডার, রেজিমেন্ট অব আর্টিলারির ঊর্ধ্বতন কর্মকর্তা ও ইউনিট প্রতিনিধিসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রেজিমেন্টের উদ্দেশে দেওয়া বক্তব্যে সেনাপ্রধান বলেন, ‘সেনাবাহিনীকে নিয়ে আমার একটি ভিশন আছে। বাংলাদেশ সেনাবাহিনীকে এমন একটি বাহিনী হিসেবে দেখতে চাই, যা নিয়ে দেশের মানুষ গর্ব করতে পারে। আমি আশা করব, এ ভিশন বাস্তবায়নে সেনা সদস্যেরা একনিষ্ঠ ও আন্তরিকতার সঙ্গে কাজ করবেন এবং নিজেরা নিজেদেরকে সেইভাবে পরিচালনা করবেন।’