সেন্টমার্টিনে এক জালে মিলল ৭ লাখ টাকার রাঙা কোরাল!

কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিন দ্বীপের কাছে উত্তরে সাগরে এক জেলের জালে ধরা পড়েছে ২০৪টি রাঙা কোরাল। প্রতিটি কোরাল মাছের গড় ওজন পাঁচ কেজি। পুরো মাছের স্তুপটি সাত লাখ টাকায় কিনে নিয়েছে স্থানীয় এক মৎস্য ব্যবসায়ী। আজ বুধবার বিকেলে এই বিপুল মাছ মিলেছে ওই ব্যবসায়ীর জালে।
জানা যায়, সেন্টমার্টিন দ্বীপের বাসিন্দা রশিদ আহমেদ তাঁর টানা জালের এক টানেই এই বিপুল রাঙা কোরাল পেয়ে উচ্ছ্বাসিত।
সেন্টমার্টিন দ্বীপের বাসিন্দা ও পর্যটন কর্মী এমএ খোমেনি জানান, জেলে রশিদ তাঁর টানা জাল নিয়ে সেন্টমার্টিন দ্বীপের উত্তর সাগরে প্রাসাদ প্যারাডাইজ পয়েন্টে জাল ফেলে। পরে আধাঘণ্টার ব্যবধানে তাঁর জালে ধরা পড়ে এই মাছের ঝাঁক। এতে দ্রুত জাল তীরে তুলে আনে ওই জেলে। তীরে এনে গুনে দেখা যায় ওই জালে ধরা পড়েছে মোট ২০৪টি রাঙা কোরাল।
এ বিষয়ে জেলে রশিদ আহমেদ জানিয়েছেন, তাঁর টানা জালে রাঙা কোরাল মাছের একটি ঝাঁক পুরোটাই ধরা পড়েছে। সাগরে এই মাছ ঝাঁক বেধে বিচরণ করে থাকে। তাই পুরো এক ঝাঁক কোরাল মাছই জালে ঢুকে যায়।
সেন্টমার্টিন দ্বীপের উত্তর সৈকতে কোরালের স্তুপটি জড়ো করে মালিক রশিদ আহমেদ। পরে বিকেলেই স্থানীয় মৎস্য ব্যবসায়ী মুফিজুল আলম সবগুলো মাছ সাত লাখ টাকায় কিনে নেয়।
সুস্বাদু এই মাছের কদর রয়েছে পর্যটকদের কাছে। মৎস্য ব্যবসায়ী মুফিজুল আলম কিছু মাছ স্থানীয় হোটেল রেস্তোরাঁয় বিক্রি করবে। বাকি মাছ কক্সবাজার ও টেকনাফের বাজারে বিক্রি করবেন বলে জানিয়েছেন।
সেন্টমার্টিন উপকূলে মাঝেমধ্যেই এ রকম রাঙা কোরাল মাছ জেলেদের জালে ধরা পড়ে। এই মাছ সাগরে ঝাঁক বেঁধে বিচরণ করে বলে জানিয়েছেন মৎস্য বিশেষজ্ঞরা।