সেপটিক ট্যাংকে পড়ে মা-ছেলেসহ তিনজনের মৃত্যু

ময়মনসিংহের ভালুকা উপজেলায় সেপটিক ট্যাংকে পড়ে মা ও ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকেল সোয়া ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন প্রোভিটা গ্রুপের ইঞ্জিনিয়ার সজল কান্তির স্ত্রী রেশি রায় (২৫), তাঁর ছেলে রোহিত রায় (৩) ও কারখানার শ্রমিক হৃদয় (২২)।
ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম এবং ময়মনসিংহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক আবুল হোসেন এ খবর নিশ্চিত করেছেন।
ওসি মাহমুদুল ইসলাম জানান, প্রতিষ্ঠানটির সেপটিক ট্যাংকের ঢাকনা ভাঙা ছিল। খেলতে গিয়ে ভাঙা অংশ দিয়ে প্রথমে পড়ে যায় শিশু রোহিত। তাকে উদ্ধার করতে গিয়ে মা রেশি রায়ও ট্যাংকিতে পড়ে যান। এটা দেখে প্রতিষ্ঠানটির শ্রমিক হৃদয় তাদের উদ্ধার করতে গিয়ে নিজেও ট্যাংকির ভেতরে পড়ে যান। এভাবেই তিনজনের মৃত্যু হয়।
ঘটনাস্থলে উদ্ধারে যাওয়া ময়মনসিংহ ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. আতিকুর রহমান বলেন, ‘সেপটিক ট্যাংকির ঢাকনা ভাঙা ছিল। নিয়ম মতো ভাঙা ঢাকনা মোটা কিছু দিয়ে ঢাকা দেওয়ার কথা। কিন্তু ছালা দিয়ে ঢেকে রাখায় এ দুর্ঘটনা ঘটেছে। এজন্য কর্তৃপক্ষ শতভাগ দায়ী।