১০ টাকার লোভ দেখিয়ে ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

মাত্র ছয় বছরের কন্যাশিশু। বাসার সামনে খেলা করছিল। এক পর্যায়ে জাকির হোসেন নামের একজন পাচক তাকে কাছে ডাকেন। তারপর ১০ টাকার প্রলোভন দেখিয়ে শিশুটিকে ডেকোরেটরের দোকানে নিয়ে ধর্ষণ করা হয় বলে শিশুটির বাবার অভিযোগ। গতকাল বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর শ্যামপুরে ঘটনাটি ঘটে।
আজ বৃহস্পতিবার শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন এনটিভি অনলাইনকে এ তথ্য জানান। তিনি বলেন, শিশুকে ধর্ষণের অভিযোগের ঘটনায় শিশুটির বাবা রাত সাড়ে ১২টার দিকে জাকির হোসেনের বিরুদ্ধে মামলা করেছেন।
মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হাসান এনটিভি অনলাইনকে বলেন, ‘শিশুটি ধর্ষণের পর মাকে ঘটনাটি জানায়। মামলার তদন্ত করছি। একইসঙ্গে জাকিরকে খুঁজছি। কিন্তু, তাকে পাওয়া যাচ্ছে না, পলাতক।’
আজ সকালে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান–স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। এখন শিশুটি সেখানেই রয়েছে বলে জানান নাজমুল হাসান।