ঝিনাইদহে লরির চাপায় বাইসাইকেল আরোহী নিহত

ঝিনাইদহের কালীগঞ্জ শহরের শ্রীলক্ষ্মী সিনেমা হলের সামনের রাস্তায় ট্যাংকলরির চাপায় পড়ে আছে বাইসাইকেল আরোহীর মরদেহ। ছবি : এনটিভি
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় গ্যাসবাহী ট্যাংকলরির চাপায় এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শুক্রবার বেলা ১১টার দিকে কালীগঞ্জ শহরের শ্রীলক্ষ্মী সিনেমা হলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, নিহত ব্যক্তি কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ড থেকে বাইসাইকেল নিয়ে নিমতলা বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। বেলা ১১টার দিকে শ্রীলক্ষ্মী সিনেমা হলের সামনে খুলনাগামী গ্যাসবাহী ট্রাংকলরী তাঁকে চাপা দেয়। এতে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। পুলিশ ওই ট্যাংকলরি আটক করেছে। চালক পালিয়ে গেছেন।