চাঁদার দাবিতে ট্রাফিক পুলিশের মারধর, লুট

ঝালকাঠিতে দাবি করা চাঁদার টাকা না পেয়ে এক মুদি দোকানিকে মারধর করে তাঁর দোকান ভাঙচুর করেছে ট্রাফিক পুলিশের এক সদস্য। আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে শহরের ব্র্যাক মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর ১টার দিকে একটি মোটরসাইকেলে করে বরিশাল থেকে ট্রাফিক পুলিশ মো. শাহজালাল ও তাঁর দুই সহযোগী ব্র্যাক মোড়ে এসে ব্যবসায়ী মো. মিঠু খানের কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদার টাকা না দেওয়ায় মিঠুকে মারধর করেন তাঁরা। একপর্যায়ে দোকানের মালামাল রাস্তায় ফেলে ভাঙচুর করেন ট্রাফিক পুলিশের সদস্য মো. শাহজালাল। পরে স্থানীয়রা মিঠুকে রক্ষা করতে এগিয়ে এলে তাদের ওপরও চড়াও হন ট্রাফিক পুলিশ ও তাঁর দুই সহযোগী। স্থানীয়রা তাঁদের বাধা দিলে ওই ব্যবসায়ীর দোকানের ক্যাশবাক্স থেকে পাঁচ হাজার টাকা নিয়ে মোটরসাইকেলে করে বরিশালের দিকে চলে যান তাঁরা।
প্রত্যক্ষদর্শী সুকমল ওঝা দোলন বলেন, ‘মিঠুর চিৎকার শুনে আমরা ঘটনাস্থলে ছুটে আসি। দেখি ট্রাফিক পুলিশের পোশাক পরা এক ব্যক্তি এবং তাঁর সঙ্গে আরো দুজন মিঠুকে মারধর করছেন। মিঠুর দোকানের মালামাল রাস্তায় ফেলে দিচ্ছেন। আমরা স্থানীয় লোকজনকে ডেকে তাঁদের প্রতিরোধ করার জন্য এগিয়ে গেলে তাঁরা মোটরসাইকেল চালিয়ে বরিশালের দিকে চলে যান।’
ব্যবসায়ী মো. মিঠু খান বলেন, ‘আমার দোকানে এসে তারা ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। আমি তাদের চিনি না। চাঁদা না দিলে আমার দোকান ভেঙে ফেলবে বলে হুমকি দেয়। আমি ট্রাফিক পুলিশের পোশাক পরা দেখে ভয় পেয়ে যাই। জানতে চাই, আপনাদের টাকা দেব কেন। এর পরই তারা আমাকে মারধর শুরু করে। দোকানের ক্যাশবাক্স ভেঙে পাঁচ হাজার টাকা নিয়ে পালিয়ে যায় তারা।’
ঝালকাঠি ট্রাফিক পুলিশের পরিদর্শক বিদ্যুৎ চন্দ্র বলেন, ঘটনার খবর শুনেছি। শাহজালাল বরিশাল ট্রাফিক পুলিশে আছেন। কী কারণে তিনি ব্র্যাক মোড়ের দোকানি মিঠুকে মারধর করেছেন, তা জানি না। আমি বিষয়টি বরিশাল ট্রাফিক পুলিশকে বলেছি। তারা তদন্ত করে দেখছে।’