শিক্ষককে কানধরে উঠবস, প্রতিবেদন দুই সপ্তাহ পর

নারায়ণগঞ্জের স্কুল শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে কানধরে উঠবসের ঘটনায় স্থানীয় সংসদ সদস্য সেলিম ওসমান জড়িত কি না সে বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদন দাখিল করতে আগামী ১৯ জানুয়ারি দিন ধার্য করেছেন হাইকোর্ট।
আজ মঙ্গলবার রাষ্ট্রপক্ষের করা সময় আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে সময় আবেদন করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু সাংবাদিকদের বলেন, ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেশের বাইরে থাকায় প্রতিবেদন দাখিল করতে সময় আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত দুই সপ্তাহ সময় দিয়েছেন।
গত বছরের ১০ আগস্ট শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে কানধরে উঠবসের ঘটনায় স্থানীয় সংসদ সদস্য সেলিম ওসমান জড়িত কি না সে বিষয়ে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন হাইকোর্ট। ওই দিন পুলিশের করা প্রতিবেদনের ওপর অসন্তোষ প্রকাশ করে হাইকোর্ট এ আদেশ দেন। আজ এ বিষয়ে বিচার বিভাগীয় রিপোর্ট দেওয়ার কথা থাকলেও রাষ্ট্রপক্ষ সময় আবেদন করে। সে পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন।
গত বছরের ৭ আগস্ট শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে উঠবসের ঘটনায় স্থানীয় সংসদ সদস্য সেলিম ওসমানের সম্পৃক্ততা নেই মর্মে হাইকোর্টে প্রতিবেদন দাখিল করে পুলিশ।