বান্দরবানে পর্যটনকেন্দ্রের সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন

বান্দরবানে দর্শনীয় পর্যটনকেন্দ্র বনপ্রপাত, মেঘলার সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক উন্নয়ন কাজগুলোর উদ্বোধন করেন।
উন্নয়ন কাজগুলো হচ্ছে জেলা প্রশাসনের অর্থায়নে ১০ লাখ টাকা ব্যয়ে বনপ্রপাত পর্যটনকেন্দ্রে দুটি ভিউপয়েন্ট ও আকর্ষণীয় সিঁড়ি নির্মাণ, প্রায় ৪০ লাখ টাকা ব্যয়ে মেঘলা পর্যটনকেন্দ্রে অফিস কমপ্লেক্স ভবন এবং পর্যটকদের ভ্রমণে আকর্ষণীয় সিঁড়ি নির্মাণ। এ ছাড়া মেঘলা পর্যটন কমপ্লেক্স বিদ্যুতায়নের আওতায় আনতে ১২ লাখ টাকা ব্যয়ে আলোকিত মেঘলা প্রকল্পের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
এ সময় অন্যদের মধ্যে জেলা প্রশাসকের স্ত্রী সুবর্ণা চৌধুরী, জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) এইচ এম আল মুজাহিদ, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন চৌধুরী, সহকারী কমিশনার শামিম হোসেনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক বলেন, বনপ্রপাত পর্যটন স্পটটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। জেলা প্রশাসনের পক্ষ থেকে দর্শনীয় পর্যটন স্পটটি সংস্কার করে নতুনভাবে ভ্রমণপিপাসুদের জন্য খুলে দেওয়া হয়েছে। এ ছাড়া মেঘলা পর্যটন কমপ্লেক্সের ভেতরে, প্রান্তিক লেক এবং চিম্বুক পাহাড় পর্যটন স্পটগুলোর সৌন্দর্যবর্ধনেও উন্নয়নকাজ চলছে। এখানকার পর্যটন স্পটগুলো পর্যটকদের কাছে আরো আকর্ষণীয় করে গড়ে তুলতে সংস্কার এবং পর্যটন স্পটগুলোর সম্প্রসারণ কাজগুলো বাস্তবায়ন করা হচ্ছে। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বান্দরবানে নতুন নতুন আরো কিছু দর্শনীয় স্থান খোঁজা হচ্ছে।