বিএনপি এগিয়ে এলে জিয়া হত্যা বিচারও সরকার করবে : ত্রাণমন্ত্রী

খালেদা জিয়া, তারেক রহমান ও বিএনপি আন্তরিক হলে বর্তমান সরকার জিয়াউর রহমান হত্যার বিচারও করবে বলে জানিয়েছেন দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। তিনি বলেন, এরই মধ্যে জিয়া হত্যা মামলা আদালতে ঝুলে আছে। জিয়াউর রহমানের পরিবার ও বিএনপি এগিয়ে এলে মামলার কার্যক্রম এগিয়ে যাবে।
আজ শনিবার দুপুরে চাঁদপুরের মতলবের ধোনাগদা নদীর ওপর ‘মায়া বীর বিক্রম সেতু’র জন্য অধিগ্রহণ করা জমির মালিকদের মধ্যে ক্ষতিপূরণের চেক হস্তান্তর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মোফাজ্জল হোসেন চৌধুরী।
মন্ত্রী আরো বলেন, ‘অলরেডি মামলা হইছে। মামলা অলরেডি চিটাগং কোর্টে পেন্ডিং। এইটা আমরা আশা করব খালেদা জিয়া যদি সত্যিকারভাবে তাঁর স্বামীকে ভালোবাসে এবং তাঁর পুত্র সত্যিকারভাবে যদি বাপের বিচার চায় তাহলে এখন তাঁদের এইটায় আগায়ে আসা উচিত। ওনারা আগায়ে আসলে আমরা শুধু জিয়া হত্যা না যে কোনো হত্যার বিচার আমরা করব।’
অন্য এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিএনপির কোমর ভেঙে গেছে। তাই তারা এখন আর আন্দোলনের কথা ভাবছে না।
অনুষ্ঠানে ১৮ জন ক্ষতিগ্রস্তের মাঝে প্রথম পর্যায়ে ৩১ কোটি টাকার চেক বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেন, পুলিশ সুপার মো. আমির জাফর, উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর হোসেন মঞ্জু, পৌরসভার মেয়র এনামুল হক বাদল প্রমুখ।
চাঁদপুরের মতলবের ধোনাগদা নদীর ওপর এই সেতু নির্মাণের ব্যয় ধরা হয়েছে ৮৪ কোটি টাকা।