চুয়াডাঙ্গায় ট্রাক্টরের ধাক্কায় চালক নিহত

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ট্রাক্টরের ধাক্কায় নিহত রিপন বিশ্বাস। ছবি : এনটিভি
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ট্রাক্টরের ধাক্কায় ইট ভাঙার গাড়ির চালকের মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মোক্তারপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত চালকের নাম রিপন বিশ্বাস (২৫)। তিনি উপজেলার কার্পাসডাঙ্গা আদিবাসী পল্লীর মৃত গৌরাঙ্গ বিশ্বাসের ছেলে।
নিহতের সহকর্মী সাইদুর রহমান জানান, আজ সকালে রিপনসহ তাঁরা পাঁচজন ইটভাঙার গাড়িতে করে কার্পাসডাঙ্গা থেকে পুড়াপাড়ায় ইটভাটায় যাচ্ছিলেন। গাড়ি চালাচ্ছিলেন রিপন। মোক্তারপুরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাক্টর তাঁদের গাড়িটিকে ধাক্কা দেয়। এতে চালক রিপন বিশ্বাস গুরুতর আহত হন। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। তবে এ ঘটনায় গাড়িতে থাকা বাকি শ্রমিকদের কেউ হতাহত হননি।