আলমডাঙ্গায় ২ ঘণ্টার মধ্যে দুজন খুন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে পৃথক স্থানে দুজন খুন হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টার মধ্যে এ দুটি হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, সকাল সাড়ে ৯টার দিকে আলমডাঙ্গার হাটবোয়ালিয়া গ্রামে প্রতিপক্ষের পিটুনিতে ঘটনাস্থলেই নিহত হন নজরুল ইসলাম নামে এক ব্যক্তি।
এর দুই ঘণ্টা পর বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সাহেবপুরে কলম উদ্দিন নামের একজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে তাঁর আপন ছোট ভাই।
চুয়াডাঙ্গার ভারপ্রাপ্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন জানিয়েছেন, দুটি ঘটনাই জমিসংক্রান্ত পূর্ববিরোধের জের। খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন জানিয়েছেন, নজরুল ইসলামের অভিযুক্ত হত্যাকারী প্রতিবেশী রশিদ মণ্ডল ও কলমউদ্দিনের হত্যাকারী তাঁর ছোট ভাই লিটন ওরফে লালন পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।