জেলা পরিষদ নির্বাচনের মাধ্যমে নির্বাচনী ব্যবস্থা ধ্বংস হয়েছে
জেলা পরিষদ নির্বাচনের মাধ্যমে নির্বাচনী ব্যবস্থা ধ্বংসের ষোলোকলা পূর্ণ হয়েছে বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার।
আজ মঙ্গলবার জেলা পরিষদ নির্বাচনচিত্র ও নবনির্বাচিত চেয়ারম্যানদের তথ্য পর্যালোচনার বিষয়ে জানাতে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন সুজন সম্পাদক।
তিন পার্বত্য জেলা ছাড়া ৬১ জেলায় ২৮ ডিসেম্বর সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলা ও উপজেলায় স্থাপিত ভোটকেন্দ্রে দেশের প্রথম জেলা পরিষদের নির্বাচনে ভোট দেন ভোটাররা।
২০১১ সালের ১৫ ডিসেম্বর ৬১ জেলায় প্রশাসক নিয়োগ দেয় সরকার। তাদের মেয়াদপূর্তিতে প্রথম জেলা পরিষদ নির্বাচন হয়।
বদিউল আলম মজুমদার বলেন, ‘এইবার কিন্তু এক অর্থে নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করার ব্যাপারে আরো ষোলোকলা পূর্ণ হলো। এখানে যে টাকার খেলা হলো…আমাদের নির্বাচনী ব্যবস্থা আজকে ধ্বংসের মুখে এবং এ ব্যাপারে জনগণের ব্যাপক আস্থাহীনতা শুরু হয়েছে এবং একটা অর্থহীন পাঁয়তারায় পরিণত হয়েছে।’
জেলা পরিষদ নির্বাচনে ব্যাপক টাকার ছড়াছড়ি হয়েছে বলে এমন মন্তব্য করেন সুজন সম্পাদক। তিনি জানান, এত বিপুল অঙ্কের টাকা খরচ করে নির্বাচিতরা তাঁদের ভবিষ্যৎ কর্মপন্থা জানান না। আগামীতে নির্বাচন কমিশন গঠনে জনমতের প্রতিফলনের ওপর গুরুত্ব দেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।