বঙ্গোপসাগরে ডুবে যাওয়া কার্গো উদ্ধার হয়নি ৫ দিনেও!

বঙ্গোপসাগরের ফেয়ার বয়া এলাকায় ‘এমভি আইসগাতি’ নামে কয়লাবোঝাই একটি কার্গোজাহাজ ডুবে যাওয়ার পাঁচ দিনেও উদ্ধারকাজ শুরু হয়নি।
গত ১৩ জানুয়ারি ‘এমভি আইসগাতি’ (এম নম্বর ১১৯৮৬) নামে জাহাজটি মোংলা বন্দর চ্যানেলের হিরণ পয়েন্ট থেকে প্রায় ১০ নটিক্যাল মাইল দূরে ডুবে যায়। তবে জাহাজে থাকা ১৬ জনের সবাইকে ওই দিনই উদ্ধার করা হয়।
ডুবে যাওয়া কার্গোজাহাজের মালিক মেসার্স কাজী আমজাদ হোসেন অ্যান্ড সন্স কোম্পানির স্বত্বাধিকারী কাজী ফারুক বলেন, দ্রুত কার্গোটি উদ্ধার ও কয়লা অপসারণের জন্য চেষ্টা চালানো হচ্ছে। বিভিন্ন জায়গায় যোগাযোগ করে এখনো কোনো উদ্ধারকারী জাহাজ পাওয়া যায়নি।
খুলনা বিভাগীয় নৌপরিবহন মালিক গ্রুপের মহাসচিব অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম বলেন, সাগরের যে স্থানে কার্গোটি ডুবেছে সেই পথটা দুর্গম। কেউ ইচ্ছা করলেই সেখানে যেতে পারবেন না। ডুবন্ত কার্গোটি উদ্ধারের জন্য মোংলা বন্দরসহ ওই অঞ্চলে তেমন কোনো উদ্ধারকারী জাহাজ নেই। তাই উদ্ধারকাজে বিলম্ব হচ্ছে।