মেঘনা নদী থেকে ১৫ লাখ মিটার কারেন্ট জাল জব্দ

চাঁদপুরে তিনটি যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে ১৫ লাখ ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও দুই হাজার কেজি পলিথিন জব্দ করেছে কোস্টগার্ড। গতকাল সোমবার রাতে চাঁদপুরের মেঘনা নদীতে অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়।
চাঁদপুরের কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এম হাবিবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত সাড়ে ১১টার দিকে মেঘনা নদীতে অভিযান চালিয়ে বরিশালগামী তিনটি যাত্রীবাহী লঞ্চ থেকে ১৫ লাখ ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও দুই হাজার কেজি পলিথিন জব্দ করে কোস্টগার্ড। জাল ও পলিথিনগুলোর আনুমানিক মূল্য তিন কোটি ১৬ লাখ টাকা। পরে এসব কারেন্ট জাল ও পলিথিন চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়।
আজ মঙ্গলবার সকাল ১০টায় চাঁদপুরের ডাকাতিয়া নদীর চৌধুরীঘাট এলাকার কোস্টগার্ডের অস্থায়ী কার্যালয়ের সামনে জেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জাল ও পলিথিনগুলো পুড়িয়ে ফেলা হয়।