চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় ব্যবসায়ী নিহত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌরসভার বাস টার্মিনাল এলাকায় বাসের ধাক্কায় রেজাউল ইসলাম (২৭) নামের এক পান ব্যবসায়ী নিহত হয়েছেন।
আজ শুক্রবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
রেজাউলের বাড়ি ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার গোপীনাথপুর গ্রামে। তাঁর বাবার নাম ভিকু মল।
পুলিশ সূত্রে জানা যায়, রেজাউল রাতে গাড়িতে চড়ে আজ ভোরে ঢাকা থেকে আলমডাঙ্গায় পৌঁছান। গাড়ি থেকে নেমে রাস্তায় হাঁটার সময় আল্লাহর দান পরিবহনের একটি লোকাল বাস পেছন থেকে তাঁকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন জানান, পুলিশ নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।