চুয়াডাঙ্গায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক

চুয়াডাঙ্গায় পাঁচ দফা দাবিতে আগামী বুধবার সকাল ৬টা থেকে ঢাকাসহ পাঁচটি রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।
আজ সোমবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা পরিবহন মালিক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত এক সভা থেকে পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সহসভাপতি এম জেনারেল ইসলাম এ ধর্মঘটের ঘোষণা দেন।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বুধবার সকাল ৬টা থেকে চুয়াডাঙ্গায় অনির্দিষ্টকালের জন্য বাস, ট্রাক, ট্রাঙ্কলরি, মাইক্রোবাস-প্রাইভেটকার চলাচল বন্ধ থাকবে।
তাদের দাবিগুলো হলো চুয়াডাঙ্গা জেলায় যেসব সড়কে বাস চলাচল করে সেসব সড়কে নিবন্ধন, ট্যাক্স টোকেন, ফিটনেস ও রুট পারমিটবিহীন থ্রি-হুইলার গাড়ি চলাচল বন্ধ করা, ভটভটি, নসিমন, করিমন, লাটাহাম্বার, আগলামন, পাখিভ্যানে যাত্রীবহন বন্ধ করা, ইজিবাইকের চলাচল পৌর এলাকায় সীমাবদ্ধ রাখা, জেলার বিভিন্ন সড়কে স্থাপিত গতিরোধক ও অবৈধ হাট-বাজার অপসারণ করা, চুয়াডাঙ্গা জেলায় অতিসত্ত্বর ট্রাক টার্মিনাল তৈরি করা।
পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মঈন উদ্দীন জানান, গত ১৪ জানুয়ারি পরিষদের সভার সিদ্ধান্ত মোতাবেক পাঁচ দফা দাবি স্বরাষ্ট্রমন্ত্রী, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী, জাতীয় সংসদের হুইপ, স্থানীয় সংসদ সদস্য, পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি, চুয়াডাঙ্গার পুলিশ সুপার, পৌরসভার মেয়রকে লিখিতভাবে জানানো হয়। তখন ২৩ জানুয়ারির মধ্যে দাবি পূরণের অনুরোধ করা হয়। কিন্ত,এ সময়ের মধ্যে প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ না নেওয়ায় ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।
সভায় পরিষদের সহসভাপতি আব্দুল হালিম, আবুল কালাম, ইসলাম উদ্দিন, সাধারণ সম্পাদক রিপন মণ্ডল, যুগ্ম সম্পাদক এ কে এম মঈন উদ্দীন, সাইফুল হাসান জোয়ার্দ্দার, নাসির জোয়ার্দ্দার, হাবিল হোসেন জোয়ার্দ্দার, নির্বাহী সদস্য উসমান আলী, মিঞা মোহাম্মদ সোহেল, আবু বকর সিদ্দিক, সিরাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।