ভাড়ায় মোটরবাইক চালিয়ে সেই অর্থে মানবসেবা

ভাড়ায় চালিত ১১ জন মোটরবাইক চালক স্ব-উদ্যোগী হয়ে ২০১০ সালে প্রতিষ্ঠা করেন ‘ইলেভেন ব্রাদার্স সেবা সংস্থা’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। আজ বুধবার সপ্তম বর্ষপূর্তি উৎসব পালন করে সংগঠনটি।
মোংলার মিঠাখালী ইউনিয়নের খাসেরডাঙ্গা মোটরবাইক স্ট্যান্ডে নিজস্ব কার্যালয়ে সংগঠনটির সপ্তম বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-৩ (রামপাল) আসনের সংসদ সদস্য তালুকদার আবদুল খালেক। বিশেষ অতিথি ছিলেন মোংলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, মিঠাখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইসরাফিল হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুৎফর রহমান প্রমুখ।
প্রতিষ্ঠাকালীন ১১ জন সদস্য শুরু থেকেই নিজেদের দৈনিক আয়ের ২০ থেকে ৫০ টাকা করে সঞ্চয় করতে থাকেন। আর সেই সঞ্চিত অর্থ কাজে লাগান সমাজের উন্নয়ন ও মানবতার সেবায়। হাটি হাটি পা পা করে সাত বছরে সংগঠনটির সদস্যসংখ্যা দাঁড়িয়েছে ৪০-এ।
স্বেচ্ছাসেবী এই সংগঠনটি স্বেচ্ছায় রক্তদান, দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে খাতা-কলম বিতরণ, ধূমপান-মাদকবিরোধী কার্যক্রম, বাল্যবিবাহ প্রতিরোধ, নিরাপদ সড়ক, ইভটিজিং প্রতিরোধ, সন্ত্রাসমুক্ত সমাজ গড়া, দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ, বিনামূল্যে চিকিৎসাসেবাসহ নানা ধরনের সেবামূলক কাজ করে থাকে।
এ বিষয়ে সংগঠনের সভাপতি মো. শেখ ফরিদ বলেন, ‘ভাড়ায় মোটরবাইক চালিয়ে যা উপার্জন হয়, তা দিয়ে যতটুকু সম্ভব আমরা সমাজের উন্নয়ন ও আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছি। মানুষের জন্য কিছু করতে পারছি, এটাই বড় তৃপ্তি।’
অনুষ্ঠানে সংসদ সদস্য তালুকদার আবদুল খালেক সংগঠনের পক্ষে ক্রীড়াসামগ্রী, শীতবস্ত্র, শিক্ষক ও মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্টসহ গরিব শিক্ষার্থীদের স্কুল ড্রেস বিতরণ করেন।
স্থানীয় বাসিন্দা পরিতোষ দাস বলেন, ‘টাকার অভাবে যখন মেয়ের বিয়ে দিতে পারছিলাম না, ঠিক তখনই পাশে দাঁড়িয়েছিল এই সংগঠনটি।’
মোজাফফার শেখ জানান, স্ত্রী অসুস্থ হয়ে পড়লে ওষুধ কেনার টাকা ছিল না। সংগঠনের দারস্থ হলে তারাই চিকিৎসার সব ব্যয়ভার বহন করে।