রাজধানীতে আলাদা সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

রাজধানীর যাত্রাবাড়ী ও হাতিরঝিলে আলাদা সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন।
গতকাল বুধবার দিবাগত রাতে এ দুটি ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন বর্ষা (১৯) ও আবদুল্লাহ আল মামুন (৪৬)। তাঁদের মধ্যে বর্ষা ভবঘুরে নারী বলে দাবি করেছে পুলিশ। আর মামুন বেসরকারি একটি নিরাপত্তা কোম্পানির কর্মকর্তা।
পুলিশ সূত্রে জানা যায়, রাতে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে যাত্রাবাড়ী চৌরাস্তায় পড়ে থাকেন বর্ষা। খবর পেয়ে পুলিশ তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত ২টার দিকে তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
অন্যদিকে, হাতিরঝিলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে চালক আবদুল্লাহ আল মামুন নিহত হন। রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। পৌনে ২টার দিকে ঢামেকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, লাশ দুটি ঢামেকের মর্গে রাখা হয়।