চুয়াডাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

চুয়াডাঙ্গায় আজ শুক্রবার পৃথক সড়ক দুর্ঘটনায় আলমসাধুর এক চালকসহ দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন জীবননগর উপজেলার একতারপুর গ্রামের শহিদ হোসেন (৫০) ও সদর উপজেলার সরোজগঞ্জের আবদুল জলিল (৪৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর ১২টার দিকে শহিদ শিয়ালমারীতে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় যশোর থেকে চুয়াডাঙ্গাগামী একটি বাস তাঁকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। জীবননগর থানার পরিদর্শক (তদন্ত) মামুন-অর-রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
অপরদিকে, আজ শুক্রবার সন্ধ্যা ৬টায় আলমডাঙ্গা উপজেলার মুন্সীগঞ্জ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে আলমসাধু চালক রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। স্থানীয় লোকজন মুমূর্ষু অবস্থায় তাঁকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রাজিবুল ইসলাম তাঁকে মৃত ঘোষণা করেন।