গাঁজার আসরে বাধা, ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম

নেত্রকোনার কলমাকান্দা উপজলায় গাঁজার আসরে বাধা দেওয়ায় ছাত্রলীগের এক নেতাকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। রোববার সকালে উপজেলার কৈলাটী ইউনিয়নের মণ্ডলেরগাতী গ্রামে এ ঘটনা ঘটেছে।
আহত ওই ছাত্রলীগ নেতার নাম মো. রায়হান মিয়া (২০)। তিনি কৈলাটী ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তাঁকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মণ্ডলেরগাতী গ্রামের রমজান ফকিরের বাড়িতে প্রায়ই আশপাশের বাড়ির লোকজন আড্ডা দিতেন। কয়েকদিন ধরে সেখানে এলাকার মোশাররফসহ একদল যুবক আসা-যাওয়া করতে থাকেন। একপর্যায়ে তাঁরা ওই বাড়িতে গাঁজার আসর বসাতে শুরু করেন। বিষয়টি টের পেয়ে রমজান ফকির তাঁদের নিষেধ করেন। কিন্তু তাঁরা তা শোনেননি, উল্টো তাঁকে ভয়ভীতি দেখান। রমজান ফকির তাঁর ভাতিজা কৈলাটী ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রায়হান মিয়াকে বিষয়টি জানান। ছাত্রলীগ নেতা রায়হান গতকাল রোববার মোশাররফ ও তাঁর লোকজনকে ওই বাড়িতে গাঁজার আসর বসাতে নিষেধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে মোশাররফ ও তাঁর সহযোগীরা রামদা দিয়ে রায়হানকে কুপিয়ে গুরুতর জখম করেন। এ সময় রায়হানের চিৎকারে আশপাশের লোকজন এসে তাঁকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।
নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মোস্তাফিজুর রহমান জানান, রায়হানের মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। সেখানে ১৩টি সেলাই দেওয়া হয়েছে। বর্তমানে তিনি শঙ্কামুক্ত।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন, এ ঘটনায় রায়হানের মামা মতি মিয়া বাদী হয়ে মোশাররফসহ নয়জনকে আসামি করে সোমবার থানায় মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।