ভৈরবে দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০, ঘরবাড়ি ভাঙচুর
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2017/01/31/photo-1485872118.jpg)
কিশোরগঞ্জের ভৈরব উপজেলার ভবানীপুরে গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে আজ মঙ্গলবার সকালে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। এ সময় পাঁচ-ছয়টি ঘরবাড়িতে ভাঙচুর ও লুটপাট করা হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষ শেষে আহতদের উদ্ধার করে ভৈরব ও কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এর মধ্যে শরীফ (১৫), আল আমিন (১৮) ও মামুনকে (২৫) উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং শফিউল্লাহ (২০), আরশ (১৬), শেখ জয় (১৭), সাব্বির (১০) ও হাসেনাকে (৬৫) বাজিতপুরের ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান কর্তব্যরত চিকিৎসক।
পুলিশ ও এলাকাবাসী জানায়, গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে পূর্বশত্রুতার জের ধরে আজ সকাল ৯টার দিকে ভৈরব উপজেলার শ্রীনগর ইউনিয়নের ভবানীপুর গ্রামের জয়নাল মেম্বার ও হুমায়ুন পক্ষের কয়েকশ লোক দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হলে উভয় পক্ষের নারী, শিশু, বৃদ্ধসহ কমপক্ষে ৩০ ব্যক্তি আহত হয়। পরে বেলা ১১টার দিকে ভৈরব থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বর্তমানে এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এই সংঘর্ষের ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি বলে জানিয়েছেন ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদরুল আলম তালুকদার।
বিবদমান এই দুটি পক্ষ গত ১১ নভেম্বর ও ১২ জানুয়ারি রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হলে দেড় শতাধিক লোক আহতসহ ঘরবাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।