বাগেরহাটে সেতুর প্লেট ভেঙে সড়ক যোগাযোগ ব্যাহত

বাগেরহাটের মোরেলগঞ্জ বাজার সংলগ্ন সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কে এই বেইলি সেতুর একটি প্লেট ভেঙে পড়ে। মেরামতে কাজ করেন শ্রমিকরা। ছবি : এনটিভি
বাগেরহাটের মোরেলগঞ্জ বাজার সংলগ্ন সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কে একটি বেইলি সেতুর প্লেট ভেঙে পড়ে ২০ ঘণ্টার বেশি সময় যান চলাচল বন্ধ ছিল। গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে রড বোঝাই একটি ট্রাক পারাপারের সময় এই ঘটনা ঘটে।
এতে ব্রিজের উভয় পাড়ে দুই শতাধিক যানবাহন আটকা পড়ে। সৃষ্টি হয় দীর্ঘ যানজট ও জনদুর্ভোগ। এই ঘটনার পর থেকে মোরেলগঞ্জের পানগুছি নদীর ফেরি চলাচলও বন্ধ রাখা হয়।
সমস্যার সমাধানের জন্য আজ বুধবার সকাল থেকেই বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগের লোকজন কাজ করে।
এ সম্পর্কে সড়ক ও জনপথ বিভাগের বাগেরহাট জেলা নির্বাহী প্রকৌশলী মো. আনিসুজ্জামন মাসুদ বলেন, ব্রিজটি চালু করার জন্য সকাল থেকে কাজ শুরু হয়। সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ওই বেইল সেতু দিয়ে যানবাহন চলাচল শুরু হয়েছে।