ঈশ্বরদীতে গুলিতে ছাত্রলীগের সাবেক নেতাসহ আহত ৪

পাবনার ঈশ্বরদীতে দুর্বৃত্তদের হামলায় ছাত্রলীগের সাবেক নেতাসহ ৪ জন গুলিবিদ্ধ হয়েছে। এ সময় তিনটি বাড়িতে ভাঙচুর করা হয়। গুলিবিদ্ধদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ির কাছে একটি ক্লাবে এ ঘটনা ঘটে।
দুর্বৃত্তদের হামলায় গুলিবিদ্ধ হয়েছেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান সুমন, শামীম, মোতালেব ও নয়ন শেখ। এ ছাড়া ফিরোজ নামে আরো একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। গুলিবিদ্ধ সুমন ও শামীমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে শামীমের অবস্থা গুরুতর বলে তাঁর স্বজনরা জানিয়েছেন।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, হামলার সময় আমবাগানের বাবু, শফিকুল ও আনোয়ার শেখের বাড়িতে ভাঙচুর করে দুর্বৃত্তরা। স্থানীয় বাসিন্দারা আরো জানান, ঘটনার সময় প্রায় ২৫-৩০টি গুলি বর্ষিত হয়। পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (টিএসআই) মতিয়ার রহমান বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে আসার আগেই সব শেষ হয়ে যায়। ওই সময় ঘটনাস্থলে কাউকেই পাওয়া যায়নি।’
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাই তালুকদার বলেন, ‘এ ঘটনায় দুজন গুলিবিদ্ধ হয়ে রাজশাহীতে চিকিৎসাধীন আছে বলে জেনেছি। তবে এখন পর্যন্ত থানায় কেউ মামলা দায়ের করতে আসেনি। মামলা দায়ের করতে এলে ব্যবস্থা নেওয়া হবে।’
ওই ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি বলে ওসি আব্দুল হাই তালুকদার।